Sunday, November 24, 2019

দেশে বীমা গ্রহীতার হার বেড়েছে:আইডিআর


বীমা বার্তা ডেস্ক: বীমা ব্যবসার প্রসার গ্রস প্রিমিয়ামের উপর নির্ভর করে। বীমা গ্রাহক বৃদ্ধি পেলে গ্রস প্রিমিয়াম বৃদ্ধি পায়। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রতিবেদন অনুসারে, আগের যেকোনো সময়ের চেয়ে দেশে বীমা গ্রহীতার হার বেড়েছে। ফলে বীমা ব্যবসার প্রসারও হয়েছে। এ কারণে আত্মতুষ্টিতে ভুগছে আইডিআরএ। সম্প্রতি অর্থমন্ত্রণালয়ের আর্থিক বিভাগের কাছে পাঠানো বীমা খাতের অগ্রগতি ও সাফল্য প্রতিবেদন তুলে ধরে প্রতিষ্ঠানটি। ওই প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, দেশিয় লাইফ বীমা কোম্পানিগুলোর মধ্যে গ্রস প্রিমিয়াম সংগ্রহে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ফারইষ্ট ইসলামী লাইফ। কোম্পানিটি ২০১৮ সালে ১ হাজার ৫৮ কোটি ৭৮ লাখ টাকা গ্রস প্রিমিয়াম সংগ্রহ করেছে। আগের বছরেও কোম্পানিটি ১ হাজার ১২ কোটি ৪ লাখ টাকা গ্রস প্রিমিয়াম সংগ্রহ করে শীর্ষ অবস্থানে ছিল।

প্রতিবেদনে বলা হয়, গ্রাহকদের বীমা দাবির প্রেক্ষিতে নিষ্পত্তির হারও বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বীমা দাবি নিষ্পত্তির হার সন্তোষজনক। কেননা অর্থের পরিমাণে তা বেড়েছে। বীমা শিল্পের অন্যতম দক্ষতার সূচক বীমা দাবি পরিশোধের হার।বর্তমানে বীমা পরিশোধের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছ।গত বছর (২০১৮) বীমা পরিশোধের গড় হার ছিল ৯০.৭৭%, যা আগের বছরে ছিল ৮২.৯৭%।

আইডিআরএ প্রতিবেদন থেকে জানা যায়, দেশ স্বাধীনের পর ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত ১৮ বছরে গ্রাহকের দাবির প্রেক্ষিতে বীমা দাবি পরিশোধের হার ছিল ৫৩ দশমিক ৫৮ শতাংশ। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বীমা দাবি পরিশোধের হার ছিল ৭২ দশমিক ৫৮ শতাংশ। শেষ পর্যায়ে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৮ বছরে বীমা দাবি পরিশোধের হার ৬২ দশমিক ৫৮ শতাংশ।

বিবি/ এএইচ

Saturday, November 23, 2019

এক নজরে শীর্ষ ৬টি জীবন বীমা কোম্পানির অবস্থা

বীমা বার্তা ডেস্ক:বাংলাদেশে কর্মরত বিদেশী কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে পুরনো কোম্পানি আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ বা সংক্ষেপে আলিকো।এই আলিকোরই একটি শাখা মেটলাইফ।তবে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশে আলিকো কর্মরত থাকলেও এরপর থেকে দৃশ্যপটে দেখা যায় মেটলাইফকে।যাইহোক, আমেরিকান এই কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে ১৯৫২ সাল থেকে।সে হিসেবে এই কোম্পানির বয়স দাঁড়িয়েছে ৬৭ বছর।এই দীঘ সময়ে কোম্পানিটি  শহরাঞ্চলে তাদের ব্যবসার পরিধি ব্যাপকভাবে বিস্তৃত সক্ষম হয়েছে। ২০১৮ সালে কোম্পানিটি ১ম বছর প্রিমিয়াম অর্জন করেছে ৫৫০ দশমিক ৮৩ কোটি টাকা এবং আগের বছর এই খাতে অর্জন ছিল ৫৩৮ দশমিক ৬৭ কোটি টাকা।২০১৮ সালে গ্রস প্রিমিয়াম অর্জন করেছে ২৬৬৪.১০ কোটি টাকা।তবে ব্যবসার দিক থেকে সবচেয়ে বেশি সফল হলেও এই বিদেশি কোম্পানিটির বিরুদ্ধে বড় অভিযোগ হচ্ছে ব্যবসায়ের অসচ্ছতা। তারা গ্রাহকদেরকে ঠকিয়ে থাকে এবং বীমা দাবি পূরণে গড়িমসি করে।তারা গ্রাহকদেরকে কী ধরনের বোনাস সুবিধা প্রদান করবে বা করে থাকে তা গোপন রাখে।বাংলাদেশে তাদের নিজস্ব কোন সম্পদ নেই, লাভের পুরো টাকাই আমেরিকায় চলে যায়।সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তপক্ষ (IDRA) গ্রাহকদের বীমা দাবীর নিষ্পত্তি না করার কারণে যে ১৪টি কোম্পানির নাম তালিকাভুক্ত করে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে তাদের মধ্যে মেটলাইফও রয়েছে।
জীবন বীমা কর্পোরেশন (জেবিসি) বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কোম্পানি, যা ১৯৭৩ সালের ১৪ মে প্রতিষ্ঠিত হয়। সে সময় রাষ্ট্রপতির আদেশে সুরমা ও রূপসা জীবন বীমা কর্পোরেশনকে একত্রিত করে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয়। সে হিসেবে প্রথম প্রজন্মে এই কোম্পানির বয়স সাড়ে ছিচল্লিশ বছর। কোম্পানিটির সম্পদের পরিমাণ হলো - ২০১৮ সালের রিপোর্ট অনুসারে ২১০৭.৩৮ কোটি টাকা।২০১৭ সালে সম্পত্তির পরিমাণ ছিল ২০৩০ কোটি টাকা।২০১৮ সালে লাইফ ফান্ড ছিল ১৯২৮ দশমিক ৯৮ কোটি টাকা যা আগের বছর ছিল ১৮৫২ দশমিক ২৯ কোটি টাকা।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ১৯৮৫ সালে যাত্রা শরু করে। বর্তমানে কোম্পানির বয়স ৩৪ বছর।২০১৮ সালের হিসেব অনুসারে ন্যাশনাল লাইফের মোট সম্পদের পরিমাণ ৪২৭৬.৬৮ কোটি টাকা এবং ২০১৭ সালে সম্পত্তি ছিল ৪১০৮.৪৫ কোটি টাকা।লাইফ ফান্ড ২০১৮ সালে ৩৪৪০.৩৭ কোটি টাকা এবং ২০১৭ সালে ছিল ৩২৯০.৭৭ কোটি টাকা।কোম্পানিটি ২০১৮ সালে ১ম বর্ষ প্রিমিয়াম অর্জন করে ২৫০.৫৩ কোটি টাকা যা ২০১৭ সালে ছিল ২১৭.৪৭ কোটি টাকা।এছাড়া দ্বিতীয় বর্ষ প্রিমিয়াম ছিল ২০১৮ সালে ১১০.২৫ কোটি এবং আগের বছর ছিল ৮৩.৬০ কোটি টাকা। ২০১৮ সালে কোম্পানিটি গ্রস বা মোট প্রিমিয়াম আয় করেছে ৯৬১.৯১ কোটি টাকা যা ২০১৭ সালে ছিল ৮৭১.১১ কোটি টাকা।

প্রথম প্রজন্মের দ্বিতীয় কোম্পানি হিসেবে ডেল্টা লাইফ প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে।সে হিসেবে কোম্পানিটির বয়স ৩৩ বছর।২০১৮ সালে ডেল্টার মোট সম্পত্তির পরিমাণ ছিল ৪৩৯৮.৭৮ কোটি টাকা, যা ২০১৭ সালে ছিল ৪৩৭৩ কোটি টাকা।প্রবৃদ্ধি ২৫.৫৪ কোটি টাকা।লাইফ ফান্ড (২০১৮ সালে) ৩৮২৮.৮৯ কোটি টাকা এবং ২০১৭ সালে ৩৬৭৪.২২ কোটি টাকা।বিগত বছরে কোম্পানিটির ১ম বর্ষ প্রিমিয়াম ছিল১৩৯.৫১ কোটি টাকা এবং ২০১৭ সালে ছিল ১৩১.৬৭ কোটি টাকা।দ্বিতীয় বর্ষ প্রিমিয়াম ছিল ২০১৮ সালে ১০৯.১৯ কোটি টাকা যা ২০১৭ সালে ছিল মাত্র ৭৭.৮১ কোটি টাকা।কোম্পানিটি ২০১৮ সালে গ্রস প্রিমিয়াম অর্জন করেছিল ৬৬৪.০০ কোটি এবং ২০১৭ সালে ৬২৫.১০ কোটি টাকা।

উপরোক্ত চার কোম্পানির তুলনায় প্রগতি লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ এবং প্রাইম ইসলামী লাইফ ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বয়স তুলনামূলকভাবে অনেক কম।এই চারটি কোম্পানিই প্রতিষ্ঠিত হয় ২০০০ সালে।প্রগতি জানুয়ারীতে, ফারইস্ট মে মাসে, প্রাইম জুলাই মাসে এবং পপুলার সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়।তবে ব্যবসায়িক অগ্রগতির দিক থেকে দেশীয় সকল কোম্পানিকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান করছে ফারইস্ট ইসলামী লাইফ, ন্যাশনাল লাইফ, পপুলার লাইফ ও ডেল্টা লাইফ।

দেশিয় ৩২টি লাইফ বীমা কোম্পানিগুলোর মধ্যে গ্রস প্রিমিয়াম সংগ্রহে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ফারইষ্ট ইসলামী লাইফ। কোম্পানিটি ২০১৮ সালে ১ হাজার ৫৮ কোটি ৭৮ লাখ টাকা গ্রস প্রিমিয়াম সংগ্রহ করেছে। আগের বছরেও কোম্পানিটি ১ হাজার ১২ কোটি ৪ লাখ টাকা গ্রস প্রিমিয়াম সংগ্রহ করে শীর্ষ অবস্থানে ছিল। এ ছাড়া ২০১৮ সালে ৩৪৮ কোটি ৪৭ লাখ টাকা প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করে দ্বিতীয় অবস্থানে, ২য় বর্ষ প্রিমিয়ামে (১৯৫.১৯ কোটি টাকা সংগ্রহ করে) প্রথম অবস্থানে, লাইফ ফান্ডের দিক থেকে ৩য় অবস্থানে (৩৩৩০.৪৩ কোটি) এবং সম্পদের দিক থেকেও ৩য় অবস্থানে রয়েছে কোম্পানিটি।২০০৫ সালে পূঁজিবাজারে তালিকাবদ্ধ হয়ে ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই প্রথম থেকেই এ ক্যাটাগরিতে অবস্থান করছে এবং শেয়ার হোল্ডারদেরকে নিয়মিত আকর্ষণীয় ডিভিডেন্ট দেয়ার পাশাপাশি পলিসি হোল্ডারদেরকেও নিয়মিত আকর্ষণীয় বোনাস দিয়ে আসছে। পূঁজিবাজারে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৭৪.৭৪২ কোটি টাকা।২০১৮ সালে লাইফ বীমায় কোম্পানিটির মার্কেট শেয়ার ১১.৭৪ শতাংশ, আর প্রবৃদ্ধি ৪.৬২ শতাংশ। কোম্পানির আর্থিক ভীতও অত্যন্ত শক্তিশালী।মোট সম্পদের পরিমাণ ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪২০৫.৫৬ কোটি টাকা।

অন্যদিকে প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহে শীর্ষ অবস্থান দখল করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি ২০১৮ সালে ৫৫৯ কোটি ৬ লাখ টাকা নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে। এর আগে ২০১৭ সালে কোম্পানিটি ২৭৫ কোটি ৬১ লাখ টাকা প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করে। অর্থাৎ নতুন প্রিমিয়াম সংগ্রহে কোম্পানিটির প্রবৃদ্ধি ১০২.৮৪ শতাংশ। ২০১৮ সালে পপুলার লাইফ ৮০৩ কোটি ৯৮ লাখ টাকা গ্রস প্রিমিয়াম সংগ্রহ করে তৃতীয় অবস্থানে রয়েছে, প্রবৃদ্ধি ৬০.৪২ শতাংশ।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের প্রথম প্রান্তিকের তথ্যের ভিত্তিতে লাইফ বীমাকারীর ব্যবসার দক্ষতা মূল্যায়ন শীর্ষক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়েছে।






Thursday, November 21, 2019

২০১৮ ও ২০১৭ সালে গ্রস প্রিমিয়ামে শ্রেষ্ঠ ৪টি কোম্পানি:

বীমা বার্তা ডেস্ক: ১.ফারইস্ট ইসলামী লাইফ: ২০১৮ সালে ১০৫৮.৭৮ কোটি টাকা, ২০১৭ সালে ১০১৫.৪৪ কোটি টাকা; ২.ন্যাশনাল লাইফ: ২০১৮ সালে-৯৬১.৯১ কোটি, ২০১৭ সালে ৮৭১.১১ কোটি; ৩.পপুলার লাইফ: ২০১৮ সালে-৮০৩.৯৮ কোটি, ২০১৭ সালে ৫০১.১৬ কোটি; ৪.ডেল্টা লাইফ:২০১৮ সালে-৬৬৪.০০ কোটি, ২০১৭ সালে ৬২৫.১০কোটি।

সূত্র: উত্তমাশা
বিবি/ এএইচ

Tuesday, November 19, 2019

বীমা করার আগে সঠিক বীমা কোম্পানি ও বীমা পরামর্শক নির্বাচন জরুরী


মুহাম্মদ আবুল হুসাইন: বীমা করার আগে সঠিক বীমা সেবা ও কোম্পানি নির্বাচন করা সবসময়ই গুরুত্বপূর্ণ।সঠিক কোম্পানি নির্বাচন কয়েকটি বিষয়ের উপর একান্তভাবে নির্ভর করে।যেমন:

১। কোম্পানীর সুনাম: কোন বীমা কোম্পানির সাথে সম্পৃক্ত হবার আগে তার উপর সঠিক অনুসন্ধান প্রয়োজন।আর এর জন্য সবচেয়ে ভাল উপায় হচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কাছ থেকে খোঁজ-খবর নেয়া।কারণ, কোন বীমা কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের কোন অভিযোগ থাকলে তারা সেই কোম্পানির বিরুদ্ধে এই নিয়ন্ত্রক সংস্থাটির কাছেই তাদের অভিযোগ পেশ করে থাকে।তাই এই নিয়ন্ত্রক সংস্থাটিই বলতে পারবে কোন কোম্পানি কতটুকু ভাল বা খারাপ।তাছাড়া আইডিআরএ যেহেতু বীমা কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করে, সে কারণে এই সংস্থার ওয়েব সাইটে গেলে আপনি বিভিন্ন কোম্পানি সম্পর্কে তাদের সর্বশেষ পর্যবেক্ষণ ও মতামতও জানতে পারবেন।যেমন অনেক বীমা কোম্পানির বিরুদ্ধে একটি সাধারণ অভিযোগ রয়েছে যে, তারা গ্রাহকদের বীমা দাবী পরিশোধ করতে গড়িমসি করে থাকে।এসব অভিযোগের মাত্রা অনুসারে নিয়ন্ত্রক সংস্থাটি সম্প্রতি অভিযুক্ত বীমা কোম্পানিগুলোর একটি তালিকা প্রকাশ করেছে এবং তাদেরকে গ্রাহকদের দাবি পূরণে বাধ্য করার জন্য কিছু পদক্ষেপও গ্রহণ করেছে।আপনি সেই তালিকা থেকে সহজেই সতর্ক হতে পারেন।পাশাপাশি ভাল কোম্পানিগুলোর তালিকা বা শীর্ষ অবস্থানে রয়েছে কোন কোন কোম্পানি সেটিও আপনি নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে জানতে পারবেন।পাশাপাশি বীমা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যবেক্ষক সংস্থাও শীর্ষ কোম্পানিগুলোর অবস্থান মূল্যায়ন করে থাকে।আপনি গুগলে সার্চ করলেও বাংলাদেশের শীর্ষ বীমা কোম্পানিগুলোর একটি তালিকা পেয়ে যাবেন।

২। কোম্পানির আর্থিক অবস্থা: যদি বীমা সংস্থার আর্থিক অবস্থা খারাপ থাকে, তবে আপনার বীমা দাবিটির বিপরীতে তারা অর্থ প্রদান করতে পারবে না। অতএব, সঠিকভাবে অর্থ সরবরাহ করতে পারে এমন কোম্পানিগুলি নির্বাচন করতে হবে।এক্ষেত্র কোন কোম্পানির লাইভ ফান্ড (রিজার্ভ ফান্ড), সম্পদের পরিমাণ ইত্যাদিও বিবেচনায় নিতে পারেন। ভাল আর্থিক অবস্থাসম্পন্ন কোম্পানি বেছে নেয়ার সময়ে তাদের আর্থিক স্টেটমেন্ট এবং তাদের আর্থিক প্রবিদ্ধির হার নির্ণয় করা উচিত।কোম্পানিগুলোর নিজস্ব ওয়েব সাইট ও ইন্টারনেটের মাধ্যমে এ ব্যাপারে রিসার্চ করা খুবই সহজ। বিভিন্ন অনলাইন রিভিউ, রেটিং এ ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

৩। বৈধ স্বীকৃতি: বীমা কোম্পানি নির্বাচন করার সময় তার কোন বৈধ স্বীকৃতি এবং পূঁজিবাজারে সেটি তালিকাভুক্ত কি না, শেয়ার হোল্ডারদের নিয়মিত লভ্যাংশ দিচ্ছে কিনা
ইত্যাদি জানা খুবই গুরুত্বপূর্ণ।এসব থেকেই আপনি সহজেই উপলব্ধি করতে পারবেন কোম্পানিগুলো কতটা শক্তিশালী, স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং দায়বদ্ধ।

৪। গ্রাহক সেবা: একটি জীবন বীমার গ্রাহক সেবা হবে স্বচ্ছ এবং নির্ভরযোগ্য। কোম্পানী তাদের গ্রাহক পরিসেবার মাধ্যমে গ্রাহকদের যে কোন তথ্য কিংবা সমস্যার দ্রুত সমাধান করে দিতে পারে। তাই, বীমা কোম্পানি বাছাইয়ে ভাল গ্রাহক সেবা দেয়া বীমা কোম্পানিকে প্রাধান্য দেয়া বাঞ্ছনীয়।

৫। সহজ যোগাযোগ: বীমা কোম্পানিগুলি আপনার সাথে কীভাবে যোগাযোগ করে তা তাদের সেবা নেবার আগেই যাচাই করতে হবে। তারা নির্ভরযোগ্য কিনা বা তাদের সাথে যোগাযোগ করা সহজ কিনা তা তাদের অনলাইন বিল পেমেন্ট, গ্রাহক পরিসেবা এবং সামাজিক মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সহজেই যাচাই করা যায়।

৬। প্রিমিয়াম: বীমা সেবার প্রিমিয়াম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার! এটি আপনার আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে।
কোন বীমা কোম্পানি যদি সাশ্রয়ী বীমা প্রিমিয়াম প্রদান করে তবে এর অর্থ এই নয় যে তাদের সার্ভিস ভাল হবে না। তাই, বীমা সেবা নেবার আগে বিভিন্ন কোম্পানির প্রিমিয়াম প্যাকেজ সম্পর্কে রিসার্চের মাধ্যমে ভাল ধারণা রাখতে হবে।

৭। কাভারেজ: একটি ব্যয়বহুল বীমা যে আপনাকে সবসময় বিস্তৃত কভারেজ সরবরাহ করবে এ ধারণা ভুল। এ কারনে আপনার বীমা কোম্পানির বীমা কভারেজ রেঞ্জ সম্পর্কে জানতে হবে। আপনার আর্থিক পরিস্থিতির উপর ভিত্তি করে সেরা কভারেজটি পছন্দ করুন যাতে এটি আপনার এবং আপনার পরিবারের বাজেটে কোন সমস্যা না করে।

৮। সম্পুর্ন ডিসক্লোজার: যেসব বীমা কোম্পানি আপনাকে তাদের পলিসি ও শর্ত সম্পর্কে অন্ধকারে রাখে সেসব কোম্পানি থেকে দূরে থাকাই উত্তম। বীমা সেবা নেবার আগে নিশ্চিত করা দরকার যে সংস্থাটি সম্পূর্ণরূপে তাদের সমস্ত আইনি এবং আনুষ্ঠানিক বাধ্যবাধকতা এবং শর্তাবলী আপনাকে পরিষ্কার করে জানিয়েছে। একটি ভাল বীমা তাদের আইনি এবং আনুষ্ঠানিক বাধ্যবাধকতা সম্পর্কে সবসময় গ্রাহকের কাছে স্বচ্ছ থাকবে।

৯। ডিসকাউন্ট: ডিসকাউন্ট আপনার বীমা সেবা নেবার ক্ষেত্রে হয়ত কিছুটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। তবে আপনার বীমা সেবায় কী ধরণের ডিসকাউন্ট কাজ করবে সে সম্পর্কে সতর্ক হওয়া উচিত। আমাদের দেশে প্রিমিয়ামের উপরে কখনই কোন ডিস্কাউন্ট প্রদান করা হয় না। তবে বীমা কোম্পানির সাথে পার্টনারশিপে জড়িত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান যেমন হোটেল, শপিং মল, রেস্টুরেন্টসহ নানান প্রকার প্রতিষ্ঠান থেকে আপনাকে ডিস্কাউন্ট অফার করা হতে পারে। তবে, এ সকল ডিস্কাউন্টে বিহ্বল না হয়ে বীমা কোম্পানির অন্যান্য বিষয় যেমন প্রিমিয়ামের দিকে খেয়াল রাখা উচিত।

১০। বীমা ক্লেইম পেমেন্ট: বীমা কোম্পানির বীমা ক্লেইম পেমেন্ট রেকর্ড সম্পর্কে ভালোভাবে জানতে হবে। একটি কোম্পানির বীমা ক্লেইম পেমেন্টের আগের রেকর্ড সম্পর্কে পর্যাপ্ত খোঁজখবর নিতে হবে। নির্ভরযোগ্য যেকোন বীমা কোম্পানির বীমা ক্লেইম রেকর্ড অত্যন্ত ভালো থাকে। তাই স্বল্প সময়ের মধ্যে ক্লেইম পরিশোধ করা কোম্পানি বাছাই করা উচিত।

১১। পরামর্শ নিন কাছের মানুষের কাছ থেকে: আপনার পরিবার কিংবা বন্ধুদের কাছ থেকেও বীমা কোম্পানি সম্পর্কে পরামর্শ নিতে পারেন। তারা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে বীমা সেবা ও কোম্পানি সম্পর্কে আপনাকে পরামর্শ সরবরাহ করতে পারে। সঠিক বীমা বাছাই করার ক্ষেত্রে তাদের কাছ থেকে নেয়া পরামর্শ অত্যন্ত মূল্যবান হবে।

১২।দূরত্ব ও সম্পর্ক নয়, সিদ্ধান্ত নিন সঠিক বিবেচনায়: অনেক সময় কোম্পানির অফিসের দূরত্ব কিংবা বীমাকর্মীর সাথে সম্পর্কের ভিত্তিতে অনেকে বীমা করে থাকেন, যা মোটেই গ্রহণযোগ্য নয়।বীমা একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ, এখানে আবেগের চেয়ে সঠিক বিবেচনাকেই প্রাধান্য দেয়া উচিত।জানাশোনা, বোঝাপড়া ও সঠিক বিবেচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া উচিত।সেক্ষেত্র সঠিক বীমাকর্মী যদি অনেক দূরেও অবস্থান করেন সেটা কোন ব্যাপার নয়।তাছাড়া এখন শীর্ষ বীমা কোম্পানিগুলো সম্পূর্ণভাবে ডিজিটালাইজড।আপনি সঠিক বীমা কর্মীর মাধ্যমে সে কোম্পানির যে কোন শাখায় পলিসি করে আপনার সুবিধা অনুযায়ী সেই কোম্পানির যে কোন শাখায় পলিসি জমা দিতে পারবেন।এমনকি ঘরে বসে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে ডিজিটাল সার্ভিসের মাধ্যমেও পলিসি জমা দিতে পারবেন।

সুতরাং দূরত্ব ও ব্যক্তিগত সম্পর্ক নয়, বীমা করুন সঠিক কোম্পানি ও সঠিক বীমাকর্মী বা পরামর্শকের মাধ্যমে।

Thursday, November 14, 2019

সিটি ব্যাংকের অনলাইন সুবিধা ব্যবহার করতে পারবে প্রোটেক্টিভ ইন্সুরেন্স


বীমা বার্তা ডেস্ক: প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্সুরেন্স এখন থেকে সিটি ব্যাংকের অনলাইন লেনদেন ও স্বয়ংক্রিয় পেমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবে।

গত ৫ নভেম্বর এ বিষয়ে সিটি ব্যাংক ও প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের হেড অফ ডিজিটাল ফাইন্যান্স সার্ভিস মোহাম্মদ জাফরুল ইসলাম এবং প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডাইরেক্টর ড. কিশোর বিশ্বাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের হেড অফ মার্চেন্ট এন্ড ই-কমার্স বিজনেস আরিফুর রহমান, প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের হেড অফ আইসিটি কাজী হানিফসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

বিবি/এএইচ

Wednesday, November 6, 2019

লাইফ ইন্স্যুরেন্স করার গুরুত্ব


বীমা বার্তা ডেস্ক: আপনি হয়তো ভাল চাকরি বা ব্যবসা করছেন।দিনরাত পরিশ্রম করছেন।কারণ আপনি চান আপনার পরিবার যেন স্বচ্ছল জীবনযাপন করতে পারে। তাদের কোন প্রয়োজন যেন অপূর্ণ না থাকে।আপনি আপনার সন্তানদের ভবিষ্যত নিয়েও চিন্তা করেন।প্রত্যেক বাবাই তা করে থাকেন।আপনার বাবা করেছিলেন, আপনার দাদা করেছিলেন।প্রতেক বাবাই সন্তানের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।‘‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’’ বলেছিলেন কবি ভারতচন্দ্র রায় গুণাকর।সেই মধ্যযুগে।সন্তানের প্রতি বাবা-মার এই আশীর্বাদ চিরন্তন।

কিন্তু আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার জীবনে কোন বিপদ-মুসিবত-দুর্ঘটনা আসবে না? আপনার এই স্বচ্ছলতা সব সময়ই নির্বিঘ্ন থাকবে, তাই আপনার কোন ভবিষ্যত পরিকল্পনার প্রয়োজন নেই, সঞ্চয়ের প্রয়োজন নেই কিংবা ঝুঁকি মোকাবেলার প্রস্তুতির প্রয়োজন নেই?

আপনি যদি একজন দায়িত্বশীল পিতা, স্বামী বা অভিভাবক হন, তাহলে আপনার অবশ্যই সঞ্চয়ের পাশাপাশি ঝুঁকি মোকাবেলার পরিকল্পনা করা উচিত।কারণ বিপদ কখনো বলে আসেনা।এমনকি আপনার বৃদ্ধ বাবা, মা এমনকি নিকটাত্মীয়দের কথা চিন্তা করেও আপনার ঝুঁকি এড়ানো উচিত।এক্ষেত্রে আপনাকে সাপোর্ট দিবে জীবনবীমা।জীবন বীমা একদিকে একটি দীর্ঘ মেয়াদ সঞ্চয়, অন্যদিকে ঝুঁকি মোকাবেলার গ্যারান্টি।

আপনি যদি কর্মজীবনে প্রবেশ করেই একটি দীর্ঘ মেয়াদী বীমা করেন, তাহলে মেয়াদ পূর্তির পর তা আপনার হাতে একটি বড় ধরনের মূলধন তুলে দিবে।কিন্তু আল্লাহ না করুন আপনি যদি কোন দুর্ঘনায় পড়ে পঙ্গু বা অক্ষম হয়ে পড়েন, তখন আর কেউ এগিয়ে না আসলেওআপনার বিপদের বন্ধু হয়ে বীমা কোম্পানি ঠিকই এগিয়ে আসবে।আপনি যদি আপনার সামর্থ অনুযায়ী ১০, ২০ বা ৫০ লাখ বা এক কোটি টাকার একটি জীবনবীমার পলিসি করে করে মাত্র একটি প্রিমিয়াম দিয়েও দুর্ঘটনায় পতিত হয়ে স্থায়ীভাবে হয়ে যান, তখন আপনাকে আর কোন প্রিমিয়াম দিতে হবে না এবং জীবন বীমা কোম্পানি সরকার নির্ধারিত বীমা আইন অনুসারে আপনাকে পূর্ণ

মেয়াদের বীমা অংক প্রদান করতে বাধ্য থাকবে।আর যদি দুর্ঘটনায় আপনার মৃত্যু হয়, তাহলে বীমা অংকের দ্বিগুণ অর্থ - ১০ লক্ষ টাকার পলিসি করলে ২০ লক্ষ টাকা বা ৫০ লক্ষ টাকার বীমা করলে ১ কোটি টাকা আপনার পরিবারকে প্রদান করা হবে।

আর আল্লাহ না করুন, মেয়াদ পূর্তির আগে, এমনকি একটি কিস্তি দিয়েও যদি স্বাভাবিকভাবেও মারা যান, তাহলেও আপনি বেঁচে থেকে মেয়াদ পূর্ণ করলে যেভাবে বোনাসসহ পূর্ণ মেয়াদের বীমা অংকের টাকা ফেরত পেতেন; জীবনবীমা কোম্পানি আপনাকে সে পরিমাণ অর্থ আপনার পরিবারের মনোনীতককে প্রদান করবে।

আপনি প্রতিদিন যে হোন্ডায় বা গাড়িতে চড়ে অফিসে বা ব্যবসায় কেন্দ্রে যান সেই হোন্ডা বা গাড়িটির বীমা করতে আপনি ভুলেননি।কিন্তু আপনি আপনার নিজের জীবন বীমা কি করেছেন?

আপনি একবার চিন্তা করে দেখুন আপনার অবর্তমানে, আপনি যদি পৃথিবীতে না থাকেন, তাহলে আপনার পরিবার, আপনার সন্তানের জীবন কি একই ভাবে চলবে? তাদের আর্থিক অবস্থা কি একই রকম থাকবে? আপনি একটু চিন্তা করে দেখুন। আপনার অবর্তমানে আপনার পরিবারের জন্য আপনি কোন ব্যবস্থাটি গ্রহণ করেছেন? আপনি সুস্থ্য থাকলে কর্মঠ থাকলে হয়তো তাদের জীবন সুন্দরভাবে চলবে কিন্তু আপনি যদি না থাকেন তাদের জীবন কিভাবে চলবে?

অনেকে শুধু নিজের জীবনকালীন সময়টাকে নিয়েই ভাবে।আপনার মৃত্যু যে আপনার পরিবারের- আপনার শিশু সন্তান, আপনার স্ত্রী, আপনার বৃদ্ধ বাবা-মার জীবনেও যে অন্ধকার নেমে আসতে পারে তা কি আপনি ভেবেছেন?

এ কারণেই বলা হয়, বীমা করাটা আসলে একটি মহৎ কাজ; কারণ এটি সাধারণ নিজের জন্য করা হয় না, এটি করা হয় নিজের পরিবারের জন্য, স্ত্রী-সন্তানসহ পরিবার পরিজনদের জন্য।যারা নিতান্তই আত্মকেন্দ্রিক ও অদূরদর্শি তাদের পক্ষে বীমা করা কঠিন।কিন্তু যারা দয়ালু, দূরদর্শী ও মহৎ হৃদয়ের অধিকারী, যারা তাদের পরিবার-পরিজনকে ভালোবাসেন তারা অবশ্যই পরিবারের ভবিষ্যত আর্থিক নিরাপত্তাকে নিশ্চিত করতে জীবনবীমা করবেন।

মহানবী (সা.) মানব জীবনের ৫টি অবস্থাকে ৫টি বিপরীত অবস্থার পূর্বে কাজে লাগানোর উপদেশ দিয়েছেন।এগুলো হলো: বার্ধক্য আসার আগে যৌবনকালকে; অসুস্থতা আসার আগে সুস্থতাকে; দারিদ্রতা আসার আগে স্বচ্ছলতাকে, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে এবং মৃত্যু আসার আগে জীবনকে।

আল্লাহর রাসূলের উপরোক্ত উপদেশ পালনের মধ্যে দুনিয়া ও আখেরাতে অশেষ কল্যাণ নিহিত।যেমন:

১. বার্ধক্য আসার আগে যৌবনকালকে কাজে লাগানো:

প্রথমত: স্বাস্থ্যগত দিক- যৌবনের যত্ন নিতে হবে, তাহলে বার্ধক্য সময়ে সুস্থ থাকা যাবে।

দ্বিতীয়ত: অর্থনৈতিক দিক: এ সময়ে মানুষের কর্মক্ষমতা লোপ পায়, যার কারণে চাকরি-বাকরি থেকে অবসর নিতে হয় এবং আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়তে হয়।তাই বৃদ্ধ বয়সে যাতে সন্তানদের উপর নির্ভর করতে না হয় তার ব্যবস্থা যৌবনকালেই করা উচিত।অর্থাৎ কর্মজীবনে প্রবেশ করার পর থেকেই বৃদ্ধকালের জন্য কিছু কিছু সঞ্চয় করতে থাকুন যাতে বৃদ্ধ কালে কারো কাছে হাত পাততে না হয়।আর এর জন্য সবচেয়ে উত্তম হলো পেনশন বীমা।

বিশ বছর বয়স থেকেই এটি চালু করা যায়, আর ৫০ বছর বয়স থেকেই মাসে মাসে পেনশন ভোগ করা যায়।

২. অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগানো:

খাদ্য নিরাপত্তার অভাব, পরিবেশ দুষণ ইত্যাদি কারণে বয়স বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে স্বাস্থ্য ঝুঁকি।আমাদের দেশে প্রতি বছর ২ লাখ লোক ক্যান্সারে আক্রান্ত হয়, যার মধ্যে দেড় লাখ-ই মারা যায়। কিডনি রোগও বাড়ছে। এছাড়া মানুষের জীবনে জটিলতা, অস্থিরতা বাড়ার কারণে হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকিও বাড়ছে।আর একটি পরিবারের কোন সদস্য যখন এ ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তখন ঐ পরিবারটিও কিন্তু আর্থিকভাবে বড় ধরনের বিপর্যয়ে পড়ে যায়। তাই সুস্থ্ থাকা অবস্থাতেই এ ধরনের বিপর্যয় মোকাবেলার জন্য প্রস্তুতি নিন। একটি জীবনবীমা এক্ষেত্রে একটি ভাল অবলম্বন হতে পারে।

৩. দারিদ্রতা আসার আগে স্বচ্ছলতাকে কাজে লাগানো: সুসময়ের সঞ্চয় দুঃসময়ের অবলম্বন।

৪. ব্যস্ততা আসার আগে অবসর সময়কে: 

তারুণ্য মানুষের জীবনের সবচেয়ে সোনালী সময়। জ্ঞান আহরণ, অধ্যবসায় ও পরিশ্রমের জন্য এটিই সবচেয়ে উপযুক্ত সময়।অথচ এই সময়টাকেই সবচেয়ে বেশি অপচয় করা হয়।জীবনের সঠিক পরিকল্পনা না থাকা এবং সময় ব্যবস্থাপনার অভাবেই এটি হয়ে থাকে।

৫.মৃত্যু আসার আগে জীবনকে: 

জীবন কোন তামাশার বিষয় নয়।সঠিক পরিকল্পনার মাধ্যমে জীবনকে কর্মমূখর ও দামি করে তুলতে হবে।শুধু দুনিয়া নয়, আখেরাতের কামিয়াবির জন্যও আপনাকে কাজ করতে হবে দুনিয়াতেই।আর এজন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা।আপনি হয়তো দুনিয়ায় অনেক ধন-সম্পদ রেখে যেতে পারেন; যা হয়তো আপনার সন্তানরা বংশ পরম্পরায় ভোগ করেও শেষ করতে পারবে না।আপনার রেখে যাওয়া সম্পদ আপনার সন্তানরা ভাল কাজেও লাগাতে পারে যা আপনার জন্য সদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে।আবার সন্তানরা যদি যথার্থ মানুষ না হয় তাহলে কিন্তু উল্টোটাও করতে পারে।তাই জীবিত থাকতেই আপনার এমন কিছু জনহিতকর কাজ করে যাওয়া উচিত যা আপনার মৃত্যুর পর সদকায়ে জারিয়া হিসেবে জারি থাকবে।

কিন্তু জীবিত অবস্থায় আপনার যদি বড় কোন জনহিতকর কাজ করার সামর্থ না থাকে তাহলে আপনি ইচ্ছে করলে কোন সমাজসেবামূলক বা দাতব্য প্রতিষ্ঠান করার জন্য একটি স্বল্প প্রিমিয়ামের মুনাফা বিহীন দীর্ঘ মেয়াদী বীমা করতে পারেন, যা শুধু আপনার মৃত্যু ঝুঁকি কাভার করবে।এক্ষেত্রে ফারইস্ট ইসলামী লাইফের তালিকা-১৮ মেয়াদী বীমা করতে পারেন, যা আপনার মৃত্যুর পর প্রদেয় বীমা অংক দ্বারা আপনার সন্তানগণ বা মনোনীত ব্যক্তি বা প্রতিষ্ঠান জনহিতকর কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।

মৃত্যুর পর ঋণ পরিশোধে জীবনবীমার ভূমিকা

আপনি হয়তো কোন কারণে (ব্যবসায় লোকসান, বাড়ী করা, ব্যাংকে বন্ধক, চিকিৎসার খরচ ইত্যাদি) বড় ধরনের ঋণ রেখে মারা গেলেন, যা আপনার পরিবারের জন্য বোঝা হয়ে উঠতে পারে।দেখা গেলো, আপনার পরিবার আপনাকে আর ঋণমুক্ত করতে সক্ষমই হলো না; ফলে আপনি মৃত্যুর পরও ঋণগ্রস্থই থেকে গেলেন; যা আখেরাতে আপনার জন্য ভয়াবহ বিপদের কারণ হয়ে দেখা দিতে পারে।কারণ, আল্লাহ হয়তো আপনার সব গুনাহ মাফ করবেন, কিন্তু ঋণ মাফ করবেন না।কারণ ঋণ বান্দার হক।যতক্ষণ পর্যন্ত বান্দা (অর্থাৎ যার হক আপনি নষ্ট করেছেন) আপনাকে মাফ না করবে ততক্ষণ আল্লাহও আপনাকে মাফ করবেন না।আর, বলাই বাহুল্য কিয়ামতের কঠিন সময়ে কেউ তার হক ছাড়বে না, সবাই তখন নিজের মুক্তি কামনা করবে।তখন পাওনাদারকে আপনার পূণ্য দিয়ে ঋণ শোধ করতে হবে।আর আপনার যদি পূণ্য না থাকে, তখন পাওনাদারের গোনাহ’র বোঝা আপনাকে বহন করতে হবে, যা হবে এক ভয়াবহ ব্যাপার।

তাই, আপনার মৃত্যুর পর আপনার পরিবার যাতে সহজেই আপনার ঋণ পরিশোধ করতে পারে তার একটা ব্যবস্থা আপনার করা উচিত।এক্ষেত্রে একটি জীবন বীমা পলিসি আপনাকে ঋণমুক্ত করতে সহায়তা করতে রাখতে পারে বিরাট ভূমিকা।সুতরাং, আপনার বয়স যদি ৪০’র কোঠায় পৌঁছে যেয়ে থাকে, তাহলে আর দেরি না করে আজই একটি বীমা করে ফেলুন।

জীবন বীমা সঞ্চয় ও ঝুঁকি মোকাবেলার সুবিধা ছাড়াও ঋণ সুবিধাও প্রদান করে থাকে। যখন অন্য কোন প্রতিষ্ঠান আপনাকে লোন দিবে না, তখন জীবন বীমাতে আপনার জমাকৃত টাকার উপর ঋণ সুবিধা এবং আপদকালীন সময়ে আর্থিক সুবিধা পাবেন।

সন্তানের শিক্ষা ও বিবাহ:

‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।’ 
আজকের শিশুই আগামী দিনের নাগরিক।

শিশুর ভবিষ্যতের জন্য প্রত্যেক বাবা-মা’রই একটি পরিকল্পনা থাকা প্রয়োজন।পরিকল্পিতভাবে কাজ করলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়।

চিন্তা করুন তো, আজ যদি আপনার শিশুর বয়স এক বছর হয়, তাহলে ২০ বছর পর সে হবে একজন টগবগে তরুণ বা বা তরুণী।তখন তার চোখে-মুখে থাকবে কত স্বপ্ন, তাই না? সেটা হতে পারে উচ্চ-শিক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা বিদেশ যাত্রা, কিংবা কোন ব্যবসায়-উদ্যোগ কিংবা বিবাহ-সাদীর ব্যাপার।আর এসব কিছুর সাথেই কিন্তু এককালীন অনেকগুলো টাকা-পয়সার বিষয় জড়িত, যা ঐ সময় হয়তো আপনার পক্ষে যোগান দেয়া সম্ভব হবে না।

আবার এমনও তো হতে পারে, আপনার জীবনে ঘটে গেলো বড় কোন দুর্ঘটনা, কিংবা নিভে গেলো আপনার জীবন-প্রদীপ।তখন আপনার সন্তান, আপনার স্ত্রী-পরিজন-পরিবার- তাদের জীবনে নেমে আসবে ঘোর অমানিসা।আপনার সন্তান কি তখন তার পড়াশোনা চালিয়ে নিতে পারবে? আপনার অবর্তমানে আপনার স্ত্রী সংসারকে কতটুকু সামাল দিতে পারবে? এমনও তো হতে পারে আপনি তাদের জন্য অবলম্বন হিসেবে কোন কিছুই করে যেতে পারলেন না?

এসব পরিস্থিতি মোকাবেলা করার জন্যই আমাদের রয়েছে আপনার শিশুর জন্য শিক্ষা ও বিবাহ বীমা।#

Friday, November 1, 2019

বীমা পেশা যে কারণে আকর্ষণীয়


বীমা বার্তা ডেস্ক: চাকরির বাজারে যখন হাহাকার অবস্থা, ঘুষ ছাড়া যেখানে মেধা মূল্যহীন হয়ে পড়ে, সেখানে বীমা খাতই একমাত্র ভরসার জায়গা যেখানে রয়েছে কর্মসংস্থানের অফুরন্ত সম্ভাবনা এবং এই সম্ভাবনার সুযোগ নিতে যেখানে কোন ঘুষ দিতে হয় না।বীমা পেশা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্বাধীন ও মহৎ পেশা এবং এখানে রয়েছে সমাজসেবা করার, মানুষকে আর্থিক বিপর্যয় থেকে রক্ষা এবং তাদের বিপদের সময় পাশে থেকে সাহায্য করার সুযোগের পাশাপাশি অল্প সময়ে দ্রুত পদোন্নতি ও সাফল্যের সম্ভাবনা।

এখানে এ পেশার আকর্ষণীয় দিকগুলো তুলে ধরা হলো:

সমাজ সেবা:
একজন ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট শুধু বিমা প্রোডাক্টই বিক্রি করেন না; তিনি গ্রাহকদের আর্থিক পরামর্শ ও দিক-নির্দেশনা দিয়ে থাকেন, তাদেরকে দূরদর্শী হতে এবং পরিবার ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে সচেতন হতে এবং সঠিক প্রোডাক্ট কিনতে ও বিমা পলিসি থেকে সর্বোচ্চ সুবিধা দেয়ার জন্য সঠিক সেবা প্রদান করেন। প্রয়োজনের সময়ে সঠিক বীমা পলিসির পরামর্শ প্রদান করে অ্যাসোসিয়েটরা গ্রাহকদের জীবনে আর্থিক সুরক্ষার নিশ্চয়তা দেয়ার পাশাপাশি তাদের জীবনে নির্ভরতার একটি মাধ্যম হিসেবে কাজ করেন।

সীমাহীন আয়ের সুযোগ: 
লাইফ ইন্স্যুরেন্সে ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে কোনো নির্ধারিত বেতন না থাকলেও আছে অফুরন্ত উপার্জনের সুযোগ। কারন এই ভুমিকায় আয়ের মাধ্যম হল পারফর্মেন্স নির্ভর কমিশন। আর কমিশন নির্ভর করে বিক্রয় করা বীমা পলিসির মেয়াদকাল, সুবিধা, ধরণ ও শর্তাবলীর উপর।

চলমান ও দীর্ঘমেয়াদী আয়: 
বীমা পলিসির ধরণ ও প্রকৃতি অনুযায়ী একজন ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ২৭ বছর পর্যন্ত নবায়নকৃত পলিসি থেকে কমিশন পেতে পারেন।একজন অ্যাসসিয়েট যদি কোম্পানি ছেড়েও দেন তবুও তিনি তার ইস্যুকৃত পলিসির উপর এই কমিশন পেতে থাকবেন।

ক্যারিয়ারে দ্রুত উন্নতি: 
তরুণ মেধাবীদের ক্যারিয়ারে উন্নতির শিখরে পৌঁছাতে বীমা কোম্পানি সহায়তা করে থাকে। আপনি মাত্র ৫ বছরের মধ্যেই ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট পদ থেকে ইউনিট ম্যানেজার হিসেবে পদোন্নতি পেতে পারেন। আর, ইউনিট ম্যানেজার থেকে ব্রাঞ্চ ম্যানেজার পদে অধিষ্ঠিত হতে পারেন মাত্র ৩ বছরের মধ্যেই। একজন অ্যাসোসিয়েটকে ভবিষ্যত নেতৃত্বের চ্যালেঞ্জের জন্য গড়ে তুলতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যাবস্থা রয়েছে।

নিজস্ব কর্মঘণ্টা নির্ধারণের স্বাধীনতা: 
একজন অ্যাসোসিয়েটের পূর্ণ স্বাধীনতা আছে নিজের কাজের সময় নির্ধারণ করার যা অ্যাসোসিয়েটদের নিজেদের কাজ ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এখানে অন্যান্য পেশাজীবীদের মত প্রতিটি কাজের জন্য পুরোপুরি অফিস ম্যানেজমেন্টের উপর নির্ভর করে থাকতে হয় না। শুধুমাত্র এজেন্সি অফিসের আয়োজিত মিটিংগুলোতে অ্যাসোসিয়েটদের উপস্থিতি বাধ্যতামূলক, কারণ এগুলো কর্মীদের নিজেদের উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

তথ্য সূত্র: ইন্সুরেন্স বিডি নিউজ